একদিন সাধ ছিল মনে ভালোবাসার।
এখনো আছে, তবে ভোগদখল করার
মানসিকতা ছাড়া। তাই আমি নিশ্চেষ্ট,
নির্বিকার কিছু পাবার অথবা হারাবার
উত্তেজনায়। 'সমতাকে বলা যায় যোগ।
কিন্তু একপ্রকার 'খাঁ খাঁ' ভাব স্থিতপ্রজ্ঞ
আপনার ভেতর; কেমন বিচ্ছিন্ন, বঞ্চিত
মনে হয়! কার্য-কারণ সূত্রের নীরবতার
ফলে জানি না দুধের স্বাদ ঘোলে মেটান,
না কি 'অনশন শিল্পী' গল্পের উপসংহার?
ভালোবাসার সব সাধ মিটে গেলে পর
অধিকার থাকা কী একঘেয়ে ক্লান্তিকর
তা যদি বুঝতে, তাহলে 'সূর্যাস্তের আগে'
দৌড়ে থামতে; শূন্যের পিঠে শূন্যের ঘর
কাটতে না। দখলি চিন্তাতে কাম জাগে।
তবু এক সুখ আছে 'মোর' আত্নানুরাগে,
এক সুখ আছে বার বার ঘনবীর্য ত্যাগে
তা তো স্বীকার্যই; তাছাড়া সমাধি মৃত্যুর
আরেক নাম। সুখদুখহীন ভূঊর্ধ্ব ভাগে
কীভাবে চিনি,'কে আপন, আর কে পর?'