বর্ষার থইথই চারদিক
কোথাও নেই একটু শুকনো জায়গা।
কোথাও নেই একটু জিরানোর জায়গা।
চলে গেলাম মামার বাড়িতে।
যেতেই চৌধুরী বাড়ির গে ইট,
আমি দেখতে চাইলাম মাথাটা উচু করে
দেখা হলো না আমার।
মামার বাড়ির পায়েস পিঠা হলো না খাওয়া
অবশেষে নিতে হলো আমাকে বিদায়।
পাশের বাড়ির ছোট ছেলেটা
চোখ দুটি টল টল লোনা জলে ভরা।
দু বেলা দু মোট ভাত, না খেতে পেরে আজ,
ক্ষুদ্রার কষ্টে থাকা বেলা অবেলা।
মনে হয় যেন এক নিষ্ঠুর খেলা।
খালি গায় কাদা মাখা,
নেই পায়ে কোন জুতা,
এলো মেলো মাথার চোল
রাস্তায় পড়ে থাকা।
মনে হয় প্রকৃতির যেন এক নিষ্ঠুর খেলা।
রইলো না মনে আর কোন কষ্ট যন্ত্রণা,
অন্যের কষ্ট দেখে ঘুচেছে আমার সকল যাতনা।