তুমি কি নদীর মতো  এক নারী?
         যা শুধু স্রোতের মতোই জীবন।
   হাজার ও উচ্ছ্বাস বুক ভরে লও
           কখনো আসে না ক্লান্ত শ্রান্ত।


    তুমি কি মাটির মতোই নিস্তব্ধ?
       পুরুষ শাসিত সমাজে নেই কোন
   প্রতিবাদ করার শক্তি।
       নেই কোন অধিকার,
        নেই কোন সাহস,
            শুধু কি বিড়ম্বনা , ঘৃণা,
           আর লাঞ্ছনা ,
   কেন তুমি   নারী
                

       তুমি কি  জাননা মরা গাছে

            কখনো ফুল ফুটে না
       মরা ফুলে কখনো হয়না পূজা,
          হুক না শত তিতিক্ষার।
    তুমি আজ ঘুরে দাঁড়াও
            রুখে দাঁড়াও   জীবনের জন্য
           তুমি  তো কোন যন্ত্রের তৈরি
               খেলনার  পুতুল  নও
     তুমি তো জীবন্ত এক নারী।