পশ্চিমা আকাশে লাল টকটকে  সূর্য।
গানের সুরে পাখিরা ফিরছে বাসায়
দুর দুরান্তে থেকে ডানা  মেলে
যার যার গন্তব্যে পৌঁছাইবে  বলে তারাহুরা।।
কোথাও নেই লোকের  সমাগম,
শুধু ফাঁকা মাঠ গাঠ রাস্তা।
দক্ষিণা বাতাস বইছে....
গাছের পাতা মর্মর শব্দ
পাখির কিচিরমিচির  আওয়াজ
বেসে আসছে কানের পাতায়।।
      
          গনিয়ে  এলো সন্ধা,
মসজিদ  থেকে বেসে আসছে
                আযানের  ধ্বনি।।
পোষা প্রার্নীরা চলে  আসছে
তাদের  ঘরে,
হাত মুখ দুয়ে
             পড়ার টেবিলে ।
খানিক বাদে রাতের খাবার
শেষ করে ঘুমের  অপেক্ষা।।