খুঁজবে তুমি ডাকবে তুমি
জাগাবে আলোর পথে পথে।
নবীন  জীবন পাবে তুমি
ছন্দে ছন্দে তালে তালে।

যাও এগিয়ে সামনের দিকে
হাত বাড়িয়ে আকাশ ছোতে।
কাটবে অন্ধকার আসবে আলো
ফুরাবে তিমির রাতের কালো

রাতের পরে চাতুর্যের আলো
স্পষ্ট করে সবার ভালো।
জাগো নবীন জাগো নবীন
প্রতিবাদের এই তো দিন।

বদ্ধ  ঘরে আর নয়
দ্বার খোল এবার দ্বার খোল বীর।
যা কিছু আজ অমঙ্গল  
দাও ভেংগে সব ছিন্ন  মস্তক।

জাগো নবীন জাগো নবীন
প্রতিবাদের এই তো দিন।
যাহা মনে হয় অন্ধকার
আলোতে তাহা পরিবর্তন করে।