অন্যের করিনা ক্ষতি,
তারপরেও হই যে দোষী।
ডানে যাই বামে যাই,
সোজা কিংবা বাকা যাই,
সবকিছুতেই যেন দোষী।
পরের ক্ষতি না করি,
সাথে নাহি চলি ফিরি,
তার পরেও বলে আমি নাকি দোষী।
মনে লাগে বড় ব্যথা,
ভাবি যখন তাদের কথা,
ঘুরে ফিরে যখন আবার আসি ফিরে।
মন থেকে ক্ষমা করে,
ভালোবাসার হাত বাড়িয়ে, নতুন করে চলি।
না-বুঝে পাপ করে,
ক্ষমা চাই খোদার কাছে।
বুঝার তৌফিক দেন যেন তিনি।
মুসলিম ভাই ভাই, হাতে রেখে হাত তাই
নতুন ভাবে যেন চলতে পারি।
একে অপরের দোষ নাহি খুঁজি।