সবুজ শ্যামল হলদে ফুলে
ভরা যে এই দেশ।
রঙ্গিন ফুলে মাঠ ভরে যায়
নেই কো রূপের শেষ।
বাংলার মাঠে সরষে ফুলে
ছড়ায় এদিক-ওদিক।
কদম ফুলের রূপের তো ভাই
নেই কোন দিক বে দিক।
যে দিকে তাকাই,সেই দিকে যেন,
রং বেরঙের খেলা।
প্রজাপতি ডানা মেলে,
উড়ে সারা বেলা।
আমার দেশের রূপের কথা
হবে না কখনো শেষ,
সব দেশের সেরা দেশ
আমার বাংলাদেশ।