ছোট্ট থেকে দেখেছি আমি
আমার মায়ের জীবন।
শত কষ্টের মাঝে কেটেছে তার
সারা জীবন ভর।।
বলেনি কখনো দু ঠোঁট ফেটে
কষ্টে আছি আমি।
সন্তানের সুখে সুখ যে তার
বুক ভরে লয় হাসি।।
আমার মায়ের কষ্ট দেখে
বুঝেছি আমি তাই
নারীর কষ্ট সারা জীবন
বুঝিনি কেউ ভাই।।
হাজার কষ্টের পড়ে ও যেন
মুখ লুকিয়ে হাসে।
না খেয়ে ও সন্তুষ্টি থাকে
নিজের খাবার বিলিয়ে দিয়ে।।
কষ্টের পরেও হাসি মুখে
সবার সামনে আসে।
কষ্ট পেলে আঁচল দিয়ে
মুখ লুকিয়ে রাখে।
মা যে আমার বড় আপন,
তার মতো কেউ নাই
মায়ের কষ্ট সারা জীবন
বোঝেনি কেউ ভাই।