হাজার মানুষের জমানো ব্যথা
না বলা কথা গুলো কষ্টে জমা।
দিন আনে দিন খায়,কি করে চলে হায়,
তাদের জীবন আজ বড়োই ব্যথার।
কোন কিছু নেই আর সাধ্যের মাজে,
সবকিছু যেন আজ নাগালের বাইরে।
লেখা পড়া,কাঁচা মাল, মুদির বাজার,
দ্রব্যমূল্য বৃদ্ধিতে উপায় নাই আর।
গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, কাঁচা বাজার,
তাও বারা।
কোন কিছু যেন কমাবে না আর,
সব কিছুতেই যেন আগুনের তাপ।