তোরা আজ পশুর রাজ্য রাজত্ব করিস
ভাবিস নি কি হবে কাল।
যাঁতা কলের নিচে পড়ে
পিছবে যখন যাবে প্রাণ।
পাপ করে কেউ পায়নি ক্ষমা
তোরা অ তার বাইরে নয়।
শেষ বিচারের আদালতে
ধরবেন যখন দয়াময়।
তোরা করিস না তার দয়ার আশা
করিস শুধু পাপের কাজ।
এই দুনিয়ায় পার পেলেও
পাবি না তো পরকাল।
কি ক্ষমতা পেয়েছিস আজ
পালিয়ে বেড়াস দিন কি রাত।
নর পশু পাপী তোরা
বড়াই করিস ক্ষমতার।
নর পশু পাপী তোরা
করছিস না তো পাপের ভয়।
থামতে হবে এবার তোদের
পালানোর আর নেই তো পথ।
যা করিছিস ভোগের জন্য -
ভোগের জন্য নয়তো প্রাণ।
ত্যগের মধ্যে ডুবিয়ে আছে
শান্তির পথ সুখের গান।
তোরা আজ পাপের মধ্যে
ডুবিয়ে আছিস।
পাশস নি শান্তির আবাসন
ত্যাগের মধ্যে৷ লুকিয়ে আছে
শান্তি সুখ আর নির্ভাসন।
তোরা সুখের প্রাসাধ গড়তে গিয়ে
পরেছিস আজ যাঁতা কলে...
কি করেছিস কি পেয়েছিস
দুর্নীতি আর ক্ষমতার মাঝে।
শেষ জীবনে থাকতে হবে
লোহার কারাগারেতে।