জীবনের পাতায় পাতায়
লিখেছি যতো সবই ভুল
যাকে আপন ভাবি
সেও টানে মাথার চুল ।
জীবনটা কচুরীপানার মতো
একটু বাতাস আসলে ভেসে যায় বহুদূর
অতীতের কতো স্মৃতি ভেসে বেড়ায়
বর্তমানে দেখি ভাগ্যটা যায় কতোদূর ?
জীবনটা উজাড় করে
কি'বা পেয়েছি আমি ?
যা চেয়েছি তা পাইনি
সব জানে অন্তর্যামী ।
আপনের চেয়ে পর ভালো
পরের চেয়ে জঙ্গল।
যারা আমাকে অবহেলা করে
বিধি তাদেরকে রাখুক মঙ্গলে।
আমাকে কষ্ট দিয়ে -
তাদের সংসার সুখে থাকুক তাও ভালো
শেষ বেলায় হিসাবের পাতা খুলে দেখি
সবই আমার ভুল আর ভুল ।