এই ভারাইট্টা,
গার্মেন্টসে মরো খাইট্টা
ভাত খাও চাইট্টা - চাইট্টা
দামড়া বেটা, লজ্জা সরম নাইক্কা
বাড়ি ভাড়া দিয়ে যাও হাইট্টা
আমি কি পালিয়ে যাই ?
কাজ করি ভাত খাই
এই দুর্দিনে কই থাকি ?
ছেলে -মেয়ে কোথায় রাখি ?
কয়কি ব্যাটা হালায় ?
আমারে ধমক লাগায় ।
ঘড় ভাড়া চাইতে-
ব্যাটা যাইতেছে নাইতে ।
বাড়ি ভাড়া দিবোনা, যান
এতো অস্থির হইছেন ক্যান ?
গার্মেন্টসে বেতন দিবে যখন
বাড়ি ভাড়া দিবো তখন ।
অত্ত কিছু বুঝিনা
ভাড়া কও, দিবা কিনা !
ভাড়াইট্টার পরিবারের লগে সম্পর্ক নাই
ভাড়া আমি অখনই চাই ।
আগে আছিলা জোলা
এখন হইছো বাড়িওয়ালা ।
তোরা কোথাকার জমিদার
আমারে কও ভাড়াইট্টা পরিবার।
হায় হায় আমারে কয়কি হালায় ?
ছোট মুখে বড়ো কথা কয় ।
অখনই বাড়ি থাইক্কা বেরা -
নইলে তোমারে করমুু তাড়া ।
ঠিক আছে আজকেই যাইবো
তোমারে আর কি কথা কইবো ।
সকিনার মা, জলদি করো
এই ভারাট্টা বাড়িতে থাকবো নাকো।