স্বৈরাচার বিরোধী আন্দোলনে
২৮ অক্টোবর ২০২৩ শনিবার
রাস্তায় নেমে মিছিল করেছিল যারা
গণতান্ত্রিক আন্দোলন করা ছিল
তাদের রাজনৈতিক অধিকার ।
সেদিন ছিল ২৯ অক্টোবর ২০২৩
রবিবার রাত সাড়ে তিন ঘটিকায়
বাড়ির মেইন গেট ভাংচুর করে
ওয়ারেন্ট ব্যতীত বাড়িতে প্রবেশ ।
ঘড়ে ঢুকে আসবাব - পত্র তছনছ , লুটপাট
করে ছিল কারা ?
. কাদের মদদে ?
রাতে হামলা ভাংচুর করা হয় ।
কাদের উসকানিতে লেখক ও তার
সহধর্মিণীকে লাঞ্চিত করা হয় ?
আজকে সময় এসেছে প্রশাসনের কাছে
সঠিক জবাব চাওয়ার ।
তারা কি ফিরিয়ে দিতে পারবে
একজন রেমিট্যান্স যোদ্ধা মায়ের
প্রানের স্বামীর দেয়া কানের দুল ?
তারা কি ফিরিয়ে দিতে পারবে
হাতের বালা ?
লুন্ঠিত নগদ অর্থ ?
আর বেশি দেরি নেই,
পূর্ব গগনে সূর্য উঠেছে
সত্য একদিন প্রকাশ হবে ।
সেদিন আপামর জনগণের সামনে
লেখকের বাড়ি ভাংচুর, লুটপাট
দোষী ব্যক্তিদের
সঠিক তদন্ত সাপেক্ষে
বিচারকের সামনে
দাড়াতে হবে কাঠ গড়ায় ।