কোনটে বাহে, কোনটে সবায়-
আইসো হামরা, তিস্তা বাছাই ।
দেশত বন্যা আসি গেলো
মোর ছাওয়াটাক, বন্যায় ডুবে নিয়া গেলো
ক্ষেত খামার পানিত তলায় গেলো
দিঘীর মাছ তিস্তা নদীত ভাসি গেলো।
কোনঠে বাহে কোনঠে সবায় -
আইসো হামরা, তিস্তা বাছাই ।
গরু গেলো, ছাগল গেলো
হাঁস, মুরগী তাও গেলো ।
ধান গেলো, পাট গেলো
ঘড় - বাড়ি সবেই গেলো।
কোনটে বাহে কোনঠে সবায় -
আইসো হামরা তিস্তা বাছাই ।
এলা হামরা কি করি খামো
কোনটে যামো, কোনটে থাকমো
বউ, বাচ্চাক কোনটে রাখমো
মোর বুড়ী মাওটাক কোনটে থুমো।
কোনটে বাহে কোনঠে সবায় -
আইসো হামরা তিস্তা বাছাই ।
তিস্তা নদীত বাঁধ হইলে
এলাকা হামার উন্নতি হইবে ।
হামার সবার প্রাণের দাবি
তিস্তা নদীর বাঁধ কখন হইবে ?