পৃথিবীর ২০২৪ সালের শ্রেষ্ঠ বীর
অবহেলিত রংপুর বাসীর অহংকার
দরিদ্র ঘরে জন্ম যার
আবু সাঈদ নাম তার ।
গনতন্ত্র, ভোটাধিকার আদায়ের লক্ষ্যে
নিজের জীবন বাজি রেখে
সশস্ত্র বাহিনীর সম্মুখে দাঁড়িয়ে
লাঠি হাতে, বুক ফুলে
দু’বাহু উপরে তুলে
নিজের প্রাণ উৎসর্গ করে
দেশে ফুটালো গনতন্ত্রের হাসি।
কাঁদলো মাতা-ভগনী
কাঁদলো বঙ্গবাসী ।
দেশবাসীর হৃদয়ে লেখা যার নাম
আবু সাঈদ নাম তার।
সাদা - কালো নেই ভেদাভেদ
যার উপর বিশ্ববাসীর চোখ ।
সারা পৃথিবীর মানুষের হৃদয়ে
ছাত্র - জনতার বিজয় অর্জনে
দেখালেন যে পথের দিশা।
মানুষের মুখে - মুখে যার নাম
আবু সাইদ নাম তার ।
আবু সাঈদের আত্মত্যাগে
বাঙালী জাতীকে দিলেন হুঁশ
অবাক নয়নে তাকিয়ে মানুষ
এ -যুগের শ্রেষ্ঠ বীর সন্তান
ইতিহাসের পাতায় পাতায় -
স্বর্ণাখরে লেখা থাকবে যার নাম
আবু সাঈদ নাম তার ।