সাদা  ফুল  ফুটেছে ঐ  সোহরাওয়ার্দী  উদ্যানে
          কে  কে  যাবি  তোরা  আয়  ছুটে  আয়,
       মানুষের  ঢল  নয়  যেন  বেহেশতের  বাগান  
    সব ভেদাভেদ  ভূলে  চলছে  ইসলামের জয়গান ।

              সাদা  বক  নিল  আকাশে  উড়ে,
                 উঁকি  মেরে  দেয়  ভোঁ-দৌড়
          চেহারার  দিকে  তাকিয়ে  পরে  লজ্জায়,
        সাদা  ফুল  ফুটেছে  সেথা, পরে  সেজদায় ।

        মুমিন  বান্দা  যারা  শিরিক  করে  না  তারা
           আল্লাহ  রাসুলের  নামে  করে  গুণগান ।
            সত্যের  পথে  আহ্বান  করে  তাবলীগ
  যারা ইসলামের বিরুদ্ধাচারন করে, তারাই  মুনাফিক

  আলেম -ওলামা,  মাশায়েক  দিচ্ছে  ইসলামের  ডাক
         নাস্তিকদের  বিতাড়িত  করতে  হও  সজাগ।
      ঈমানদার  যারা  আল্লাহর  নামে  করে  গুণগান
ইসলামের  ঝান্ডা  উড়াতে  আমরা  দিবো  জান-প্রাণ।

    জাহেল, বাতিলের  জায়গা  নেই  এই  দুনিয়ায়
  মুসলিম  ব্যাক্তি  যারা, আখেরাতের  করে  সঞ্চয় ।
    পশ্চীমাদের  রেওয়াজ  দেখে  না  করি  ভুল
     ইমামদের  মাথার  টুপি  যেন  সাদা  ফুল ।