হুজুরকে দেখা যায় কালা
আসলে কিন্তু তার মণটা ভালা।
মণে নেই কোন মারপ্যাচ,
বুঝে শুনে করে না কাজ ।
মিলের মসজিদে নামাজ পড়ায়
বেনামাজিদের সত্যের পথ দেখায় ।
কেউ সমস্যায় পরলে এগিয়ে আসে
কারখানার শ্রমিকরা তাকে ভালোবাসে।
নামাজ পড়ে রোজা রাখে
অবসর সময়ে কোরআন পড়ে,
বাচ্চাদের কোরআন শিক্ষা দেয়
সদা সর্বদা সত্য কথা কয় ।
বুঝে না সাত সতেরো
সুযোগ সন্ধানিদের পোয়া বারো ।
সবার সাথে সাদা মণে কথা কয়
তাইতো তারা ধোকা দেয় ।