মানুষের  অধিকার  আদায়ের  আন্দোলনে
জীবন  উৎসর্গ  করে  ছিল  যারা,
আমাদের  দেশের  ছাত্র  জনতা
আমাদেরই  ভাই  - বোন,  সন্তান  তারা ।

মানুষের  ভোটের  অধিকার  করে  ছিল  যারা  হরণ
তাদের  মসনদ  ভেঙে  গুড়িয়ে  দিয়ে  ছিল  জনগণ।
যাদের  ক্ষমতার  দাপটে  মানুষ  হয়ে  ছিল  দিশাহারা
তারা  দেশ  ত্যাগে কাছে  পায়নি  কোনো  বন্ধু  স্বজন ।

ছাত্ররা  রোদ - বৃষ্টিতে  ভিজে  রাজপথে  দাঁড়িয়ে,
জীবন  বাজি  রেখে  মানুষকে  করছে  রাস্তা  পারাপার ।
কচিকাঁচা  ছেলে  -  মেয়েদের  হাত  ধরে ,
পথ  দেখায়  আজকের  ছাত্ররাই  রাহবার ।

কাছে  যেয়ে  নরম  সুরে  সুধালাম
বাবা  কোন  কলেজ  থেকে  হেথা ?
বাছা  মুচিক  হেসে  উত্তর  দিলে
আংকেল,  কবি  নজরুল  কলেজ  সেথা ।