তোমার ঐ চাঁদ বদনে যখন
হাসির ফুল ফোটে রাঙিয়ে,
তখন আমি দুর হতে চেয়ে দেখি
দেয়ালে পিঠ ঠেকে, এক পায়ে দাঁড়িয়ে ।
জীবন সমুদ্রে আনন্দে ভাসি
কল্পনায় তোমার ছবি আঁকি
মনে হয় এইতো প্রথম প্রেম শুরু
হৃদয়ে ভালোবাসা নেই কিছু বাকি ।
আমার কতোটা ভালো লাগে যে,
খুশিতে বুক কেঁপে ওঠে বার-বার।
যদি তোমাকে হারিয়ে ফেলি
এ জীবন রাখবো না আর ।
এটাই প্রথম প্রেম, এটাই শেষ
ঘরে এসে কবে জ্বালাবে প্রদীপ ভাতি ?
একা- একা বসে ভাবি দিন - রাতি
তুমি কবে হবে আমার জীবন সাথী ?