বিসমিল্লাহির রাহমানির রাহীম
কবিতা
পরিচয়
মোঃ আব্দুর রহিম বিশ্বাস
মোর পরিচয় জানার দরকার নাই
মুই বৃহত্তর রংপুরের মানুষ ভাই ।
বাড়ি মোর লালমনিরহাট জেলায়
গ্রাম সিঙ্গীমারী, হাতীবান্ধা উপজেলায় ।
প্রথম পরিচয় যেদিন রেললাইনের ধারে
তাকি দেখং দুই চোখ মেলে ।
আছে মোর সমস্ত হুঁশ
ময়নাকে দেখি মুইং হছুং বেঁহুশ ।
এখান সুন্দর কথা চাং কইতে
একান্তই তোমাকে কাছে পাইতে ।
চিন্তা করি দেখং কইম কি কথা ?
কবার না-পেয়া মনে লাগে ব্যাথা ।
মনে বড়ো আশা জাগে
তোমাকে যদি না পাং কাছে ।
মাথা দিয়ে মরিম মুই রেললাইনে
খুঁজে পাবি না আর আজীবন গেলে ।