মনে পড়ে মাস্টার টুকুর কথা যখন
আমার থেমে যায় লিখনী তখন।
চেয়ারে বসে বসে সারা বেলা ভাবি
ঢাকা থেকে আইসক্রিম এনেছি টুকু কখন খাবি।
ওর বড় মাকে আংগুল টেনে বলে-
বড় বাবাইকে এনে দাও, ঢাকা যাও চলে।
নইলে ভাত খাবো না আমি, এই কান ধরলাম
আমার জন্ম দিনে বাড়ি না আসলে, খবর আছে কইলাম।
টুকুর বড় মা আমাকে মোবাইল করে বলে
মাস্টার টুকুর জন্ম দিনে বাড়ি এসো চলে।
তাইতো মনে পড়ে মাস্টার টুকুর কথা
কোটা আন্দোলনে বাড়ি যেতে পারি না বলে মনে ব্যাথা..।।
জন্ম দিনে দোয়া করি আল্লাহ ভালো রাখুক তোমায়
বাড়ি যেতে পারলাম না বলে, মাফ করে দাও আমায়।