কোমল মতি মিষ্টি মেয়ে
নেই কোথাও তার দৃষ্টি
পড়ার টেবিলে বসে ভাবে
আল্লাহ পাক করেছে কত সৃষ্টি !
বিসমিল্লাহ বলে পড়া শুরু করে
কারো পানে নেই তার চোখ
কবিতা মুখস্ত না করলে
ক্লাসে কপালে আমার দুর্ভোগ।
মা ডাকে সোনা মণি
নুডলস এনেছি মজা করে খাও
বিরক্ত করো না মা তুমি,
টেবিল থেকে নিয়ে যাও ।
মাথায় হাত বুলিয়ে, মা আদর করে
সাত রাজার বুকের ধন আমার ।
লেখা পড়া শিখে অনেক বড় হও
সারা বিশ্বে সুনাম ছড়িয়ে পরুক তোমার।
মাথা তুলে মিষ্টি মেয়ে, মিষ্টি মিষ্টি হেসে
জলদি তুমি খাইয়ে দাও আমায় ।
আগে বিসমিল্লাহ বলো মুখে,
তা-না হলে খাইয়ে দেবো না তোমায় ।