আমাদের জামাই মগা আলী
ভাত খায় থালি থালি,
দুই পা আসন করে বসে
ভাত খায় গ্রাসে গ্রাসে ।
লবণ ছাড়াই ভাত খায় দুই থালা
রোজ লাগে তার তিন বেলা !
হরেক রকমের তরি তরকারি দেখে,
মাথা নেড়ে মুচকি - মুচকি হাসে ।
খানা পিনা দেরিতে হলে-
রাগে মগা বউকে বলে, বাপের বাড়ি যাও চলে ।
কখনো মাথায় হাত, কখনো বা পেটে -
কারখানায় কাজ করে আমি মরি খেটে ।
নিজে বাচঁলে বাপের নাম
গলা খেঁকারিয়ে, বউকে বলে পানি আন।
সাধের বউ করে গার্মেন্টসে কাম
তাইতো মগার বিধি বাম ।