মামা কার ?
ডাকে কে -
চায় কে-
পায় কে -
নেয় কে ?
মামীর হাতের রান্না মজা
পিত্তি দিনে যাই।
টেবিলেতে খেতে বসা
মামাকে পাই ।
মামা দেখে গোশশা করে
প্লেটে ধোঁয় হাত ।
তুমি ভাগিনা “দুই” নাম্বার
ভেঁঙ্গে ফেলবো দাঁত ।