মজার  মানুষ  ব্যারিস্টার  রাজিব  প্রধান  ভাই
এলাকায়  তার  সাথে  কোনো  তুলনা  নাই ।
    ধানের  শীষের  ভোট  চান  মিষ্টি  হেসে
   প্রার্থী  হিসাবে  সদা  থাকেন  ক্লিন  বেশে।

অবহেলিত, দিশাহারা  মানুষকে  দেখান  সোজা  পথ
মানে  সম্মানে  সকলের  পরিচিত  এক  ভদ্রলোক।
        কেউ  বিপদে  পরলে  এগিয়ে  আসে
হাতীবান্ধা, পাটগ্রাম  উপজেলার  মানুষ  ভালোবাসে।

         এলাকার  মানুষ  সবাই  জানে
গরীব  দুঃখী,  মেহনতি  মানুষ  তাকেই  মানে ।
অনাহারী  অনাথ - এতিমের  পাতে  বারেন  ভাত
            তার  কাছে  নাইকো  জাত-পাত।

শিক্ষা,  স্বাস্থ্য,   কৃষি  খাতে  করেন  ব্যয়
তাইতো  সবাই   এমপি  হিসেবে  দেখতে  চায়।
           অবহেলিত  মানুষদের  দেন  হুঁশ  
      সকলের  কাছে  তিনি  মজার  মানুষ।