মা ওগো মা,
মা আমার জান
মা আমার প্রাণ।
আমাকে ভালোবাসো বলে
সেদিন রাতে স্বপ্নে দেখা দিলে
কিছু না বলে গেলে চলে।
মা ওগো মা,
কোনো অপরাধ ছিলো কি আমার ?
তোমার অসিয়ত অমান্য কি করেছি ?
তোমার কথা কি আমি রাখিনি ?
যতটুকু পারি চেষ্টা করেছি সাধ্যমতো
এখন দেয়ার কি’বা আছে আমার !
মা ওগো মা,
তোমায় হারানোর বেদনা কত যে কষ্টের
একমাত্র বিধাতা ছাড়া কেউ তা না জানে
সেই স্মৃতি ভেসে বেড়ায় চোখের পাতায়
সন্তানদের রেখে চলে গেলে ওপারে
না ফেরার দেশে চিরতরে ।
মা ওগো মা
শৈশবে করে ছিলে লালন-পালন আমায়
আল্লাহ পাক কবরে রাখুক শান্তিতে তোমায়।
দু’ হাত তুলে করি দোয়া আল্লাহর দরবারে
কবর খানা হউক তোমার সমতুল্য জান্নাতের।
রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।