পুর্নিমার এক জোৎস্না রাতে
ঘুমিয়ে ছিলাম পালঙ্কে
চুপি চুপি এসে ছিলে শিয়রের কাছে
গলা জরিয়ে শুয়ে ছিলে আমার পাশে।
সোহাগ করেছিলে আমায় দু’ বাহু জরিয়ে
রজনীতে না জাগিয়ে গেছো তুমি চলে ।
প্রত্যুষে ঘুম থেকে জেগে দেখি
তুমি পাশে আর নেই সখি।
এই কি ছিল তোমার রীতি ?
কে তুমিগো ? এ কোন প্রীতি।