বিসমিল্লাহির রাহ
জোৎস্না ভরা রাতে,
তুমি নেই সাথে-
মনের কথা বলতাম সংগোপনে
হাতে হাত রেখে, চেয়ে থাকতাম দু”নয়নে ।
একা-একা জেগে থাকি
শয়নে স্বপনে তোমারে ডাকি
প্রিয়া ছেড়ে যেওনা আমায়
কারো হতে দেবোনা তোমায় ।
আহার নিদ্রা নয়ন মনে
কতো যে বাসনা জাগে
তোমাকে কবে পাবো কাছে ?
সেই কথা ভাবি দিন - রাতে
অতীতের কতো স্মৃতি মনে পড়ে
নিতে যদি আমায় আপন করে
তোমাকে ছাড়া, লাগে ফাঁকা-ফাঁকা
সঙ্গীহীন জীবনটা আধারে পরেছে ঢাকা ।
জোৎস্না ভরা রাতে,
তুমি আসবে বলে-
একান্তই তোমাকে পেতে কাছে
চোখ ভরা জলে, চেয়ে থাকি তোমাই পানে।