পৃথিবীতে টাকা নাই যার
সমাজে সম্মান নাই তার
গন্ড মুর্খ লোক যারা
টাকাকে অবহেলা করে তারা ।
টাকা দেখলে শুধু মানুষেই নয়
কাঠের পুতুলও হা করে চায়
টাকাকে যারা অসম্মান করে
দিন রাত তারা খেটে মরে ।
বাবার উক্তি, টাকার পাখা আছে যেমন
সময় মতো মেলে ভেঁঙ্গে দিতে হয় তেমন
তানা হলে দু ডানা মেলে উড়ে যায়
কেউ তারে আর খুঁজে না পায় ।
টাকা দিয়ে সব কিছু হয়
একথা অশিক্ষিত মানুষে কয়।
টাকার গরমে তারা অহংকারে ভরা
শিক্ষা না থাকলে খেতে হয় ধরা ।
আপজনের করতে হয় চাহিদা পুরুন
অক্ষম হলে, পাল্টে যায় মুখের ধরন
তখন বেড়ে যায় মনের জ্বালা
তাদের চোখ মুখ দেখতে হয় কালা।
হায়রে টাকা ! সময় মতো আসলে
মনের মানুষ তখন ভালো বাসলে
জীবনটা ধন্য হতো আমার
সকল সমস্যা সমাধান হতো সবার ।