লাল টুক টুকি পাপড়ি ঠোঁট যার
গোলাপি মেয়ে নামটি তার ।
মাথায় এলো মেলো ঝাকড়া চুল
কম্পিউটার চালাতে না করে ভুল ।
লেখা পড়ায় মাশাল্লাহ
মুখে জপে আল্লাহ আল্লাহ
মেহমান আসলে সালাম দেয়
চেয়ার টেনে বসতে কয়
মনে তার নাই কোন ভয়
সদা সর্বদা সত্য কথা কয়
কথা কম বলা যার সভাব
নেই কোন তার অভাব ।
ডাগর ডাগর দুটি আঁখি
লেখা পড়ায় দেয়না ফাঁকি
দুই পায়ে আলতা মাখিয়ে,
ঘুংগুর বেধে উঠে নাচিয়ে ।
মলিন মাখা চাঁদ বদন খানা
বাচ্চারা দুষ্টামি করলে করে মানা ।
বাবা - মায়ের রাখে মান
সে যে গোলাপি মেয়ে সকলেরি জান ।