আখিরাত আগে, দুনিয়া পিছে
এ দুনিয়ায় মায়া মহব্বত সব মিছে ।
হে মানব! অহংকার করো কিসে
এক সেকেন্ডের সময় পাবে না শেষে ।
আল্লাহর আদেশে! নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত
আমরা সবাই নবীর ভক্ত।
যে ব্যাক্তি আমল করে দুনিয়ায়
আখিরাতে তার নেই কোন ভয় ।
জন্ম থেকে দুনিয়ায় আমল শুরু
মৃত্যুর আগ পর্যন্ত আখিরাতে আমল শেষ।
দুনিয়া শুরু আছে , শেষ আছে -
আখিরাত শুরু আছে, শেষ নেই ।
দুনিয়া নিয়ে দুশ্চিন্তা করা অন্তর অন্ধকারাছন্ন
আখিরাত নিয়ে চিন্তা করা অন্তর আলোকিত ।
দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ,
আখিরাত নিয়ে চিন্তায় মন হচ্ছে পুলোকিত ।