আমার কোন দোষ নেই
সব দোষ ভাইয়ার ।
যদি কিছু বলার থাকে
নেই কিছু শুনার ।
তাহলে দোষ কার ?
বলে দাও আমায়
ডান্ডা মেরে ঠান্ডা করে দিবো
বলে দিলাম তোমায় ।
অতো কিছু বুঝিনা
তুমি কিনে দাও সদাই ।
আজকে না পরে বলবো
বিদেশ থেকে আসুক বড় দাদাই ।
বড় দাদাই আসলে বেচে যাবি -
কি করে বুঝলে তুমি ?
দু”ভাইয়ের প্রতি দিনের ঝগড়া
উচিত শিক্ষা দিবো আমি ।
সকালে পড়তে বসিনি বলে
ভাইয়া মারছে কেন ?
ভাইয়া যে ক্রিকেট খেলেছে
তুমি সেটা জানো ?
অতো কিছু তাল-বাহানা
শুনবো না আর ।
সব দোষ নন্দ ঘোষ
দেখতেছি বার -বার ।
এসো ভাইয়া স্কুলে যাই
দেশী মুরগী করো জবাই ।
মিলে - মিশে থাকবো মোরা
মাফ করে দাও বড় বাবাই ।