ভালোবাসার নেই কোন ঘাটতি
তাজমহল দেখে মনে লাগে ফুর্তি।
প্রিয়ার হাতে হাত রাখিয়ে
বাংলার তাজমহলের দিকে তাকিয়ে!
লাল টুক টুক গালে চুমু লাগিয়ে
আদর করে দু’ বাহু জরিয়ে
সাত সমুদ্র তের নদী পারি দিয়ে
ভালোবাসার পৃথিবী জয় করেছি আমি।
আকাশ বাতাস পাহাড় পর্বত সাক্ষী রেখে
বাংলার মেহনতি মানুষ তাজমহল দেখে
প্রেমিকার কালো কেশী মাথার চুলে
দক্ষিণি হাওয়ায় রঙিন ওড়না উড়ছে দুলে
প্রিয়তমার এলো মেলো মলিন বেশে
ছোকরা ছেলে খিলখিল করে উঠছে হেসে
চোখ টিপে ইশারায়, নেইকো কোন তার হুশ
বাংলার তাজমহল দেখে হয়েছি বেহুশ।
প্রিয়া লিবিষ্টিক মাখা দুই ঠোঁট বাকিয়ে
চোখের ইশারায় মাথার চুল ঝুাঁকিয়ে
দোকান থেকে কিনে দাও রেশমি চুরি
সাদা কালো ফিতার নেই কোন জুরি
বার বার দেখে হাত ঘড়ি
তাড়া তাড়ি যেতে হবে বাড়ি
মোবাইলে তোল তাজমহলের মনরোম ছবি
জলদি করো তুমি কেটে যায় রবি।
জীবন নদীর তীরে দাঁড়িয়ে
কতো আশা ভরসায় বুক বাঁধিয়ে
ঘড় বাঁধার স্বপ্ন দেখে রাঙিয়ে
মমতাজ মহলকে সাক্ষী বানিয়ে
বাংলার বেনারসি শাড়ি পরিয়ে
মাথায় লাল ঘোমটা দিয়ে
সারা জীবনের সাথী করিয়ে
বাংলার বধু করে ঘড়ে তুলে নেব আমি ।