অতি  চালাকের  গলায়  দড়ি
ইহা   সকলেরই  জানা
হিতে  বিপরীত  হয়
মানি  কয়  জনা ?

একজনকে  ঘায়েল  করতে -
আমরা  উঠে  পরে  লাগী
নিজে  বিপদে   পরলে
অন্যের  সহযোগীতা  খুঁজি।

বিপদে  পরলে  জানা  যায়
আসল  বন্ধু  কে ?
বিপদে  যে  এগিয়ে  আসে
প্রকৃত  আপন  সে ।

অতি চালাকী  করে  যে
সে  জেনে  শুনে  করে  তা
তার  চালাকী  মানুষ  বুঝতে  পারে
ইটা  কিন্তু  সে  বুঝে  না।

অতি  চালাকী  করতে  গেলে
খেতে  হয়  ধরা
অতি  চালাকী  ভালো   না
মহান  আল্লাহ  পাকেরই  গড়া ।