এক  সময়েরকার  সুপরিচিত  পল্লী  কবি
আজো  চোখে   ভাসে  তার  মুখের  ছবি।
  আবাল  বৃদ্ধ  বনিতা  এক  নামে   চিনে
  আমাদের  ওস্তাদজী  সকলেই   জানে ।

       ওস্তাদজীর  সেই   জনপ্রিয়   ওয়াজ
গ্রাম বাংলার কৃষাণ কৃষাণীদের মুখে মুখে আজ।
    রাবেয়ার   মতো  আর   দুঃখিনি  ছিলো  না
গ্রাম  বাংলায়  এমন  ওয়াজ  করে  কয়জনা ?

ছোট   বেলায়  নুরানি  চেহারা  দেখে  ছিলাম  যেমন
ওস্তাদজীকে  এখনো   দেখা   যায়   তেমন ।
             সবাই  ওস্তাদজীর  মতন
               রুহুকে  করো  জতন ।

ওস্তাদজীর নসিয়ত!
                  মিথ্যা, গিবত, চোগলখুরি ছাড়ো  
দু’দিনের  দুনিয়ায়   কিসের  অহংকার  করো ?
         সময়  থাকতে  পরকালের   পথ  ধরো
     বিদায়  বেলা  সঙ্গে  যাবে  না  কেহ ।

বলি,
     ওস্তাদজী  আসসালামু  আলাইকুম।
           মিটি মিটি হেসে জবাব দেয়,  
            ওয়ালাইকুম  আসসালাম  
         আল্লাহ  রহম  করুক  বাবা ।

দাদা  দাদী  দেখলে  ডাকে   ওস্তাদজী
     বাবা  মা  দেখলে  ডাকে  ওস্তাদজী
পাড়ার  ছেলে - মেয়ে  ডাকে  ওস্তাদজী
আমাদের  এলাকায়  সকলেরি  কমন  ওস্তাদজী।