আমি আগের মতো আছি
কিন্তু কথা বলি কম ।
যারা ধমক দিয়ে কথা বলে
তাদের আমি যম ।
বিনোয়ের সাথে শুধালাম
ভাবি, কেমন আছেন আপনি ?
উদাস নয়নে উত্তর দিলো
আমি আগের মতো আছি ।
আশচর্য!
ভাবি, কি হয়েছে আপনার !!
আজকে কেন মলিন বেশে ?
বন্ধু কিছু বলেছে নাকি ?
মিষ্ট হেসে জবাব দিলো
আমি আগের মতো আছি ।
মনটা আপনার স্নিগ্ধতায় ভরা
মহান আল্লাহ তাআলারই গড়া
আমরা তার করুণায় বাঁচি
আলহামদুলিল্লাহ -
আমি আগের মতো আছি ।