অবিশ্বাস্যের  কালো  মেঘে  ছেয়ে  গেছে  পৃথিবী ।
আপন  মানুষকে  বিশ্বাস  করতে  চায়  না  যারা !
নিজের  স্বার্থের  জন্য  বিবেককে  বলি  দেয় !
সময়  মতো  কাউকে  খুঁজে  পায়  না  তারা ।

একই  ছাদের  নীচে  কি  বসবাস  করা  যায় ?
আপনজন  বিশ্বাস  করে  না  যখন !!
সমাজে  আপন  মানুষ  চেনা  বড়  দায়,
মনে  হয়  পৃথিবী  ছেড়ে  চলে  যাই  তখন ।

বিশ্বাস- অবিশ্বাস  দোলা  চলে  পরেছি  আমরা ।
একজন  আর  একজনকে  সন্দেহের চোখে দেখি,
বিশ্বাস  এই  স্বার্থপর  পৃথিবী  থেকে  চলে  গেছে
বিদায়  বে়লায়, আর  নাই  কিছু  বাকী ।

মনের  আশা- ভরসায়  মানুষ  সংসার  বাঁধে ।
কেউ  কষ্ট  দিলে  সারা  জীবন  মনে  পরে,
হতভাগা  ঘুণাক্ষরেও  জানে  না  মানুষের  মন
সে  সংসার ভেঙ্গে পরে অবিশ্বাস্যের বৈশাখী ঝড়ে।