ঢাকায়  কলেজ  পড়ুয়া  বড়  ছেলে  
ভালোবেসে  বিয়ে  করে
নতুন  বউ  বাড়িতে  আনে।
প্রতিবেশী  ভাবি  ফিস-ফিস করে
এমন  চতুর  ছেলে  ধরা খাইলো  কি  করে ?

শাশুড়ী  ভোরে  উঠে  নামাজ  পড়ে,
কুরআন তেলোয়াত করে,  দাঁড়ায়  উঠানে।
নতুন  বউকে   ডেকে  বলে ,
বউমা কুলায়  চাউল  ঝেড়ে  ধুয়ে -
জলদি  উঠায়  দাও  উনুনে ।

নতুন  বউ  ঘোমটা  টেনে  লাজে
মেহেদি  মাখা  হাত  নেড়ে  বলে,
আমি  শহরের  মাইয়া  আম্মু
গার্মেন্টসে  চাকরি  করেছি
কুলায়  চাউল ঝেড়ে রান্না করমু ক্যামনে ?

রাগে  শাশুড়ী  ফোঁস  ফোঁস  করে
হায়  হায়  এমন  ধারি  মেয়ে  
রান্না  বান্না  কিছু  শিখেনি !  
সগির  ওরে  সগির
আনাড়ি বউ দিয়ে কি করে সংসার করবি ?

দৌড়ে  এসে  ছেলে  -
মায়ের  আঁচল  টেনে  ধরে,
রাগ  করো  না  মা  লক্ষিটি।
আনাড়ি বউ  হউক,  আর  যাই  হউক
  ওযে  আমার  ভালোবাসার  পৃথিবী।