রণ ঝঙ্কার, ছাড়ো হুঙ্কার,
গর্জে ওঠো শত বার।
লড়াইয়ের সময়, সাহস সঞ্চয়,
ছেড়ো না কভু হাতিয়ার।
কিসের ভয়? জয় পরাজয়,
এত ভাবার নেই সময়।
দুরন্ত দুর্বার, হয়ে নির্ভার,
ভেঙ্গে দাও প্রাচীর বলয়।
কঠিন ইস্পাত, ভাঙবে নির্ঘাত,
যদি হানো উদ্যমী আঘাত।
দৃঢ় প্রত্যয়, কিসের ভয়?
এ যে চির প্রতিদ্বন্দ্ব সংঘাত।
ভেঙ্গো না রণ, করো পণ,
লড়াইয়ে দাও নিজ মন।
আসবেই জয়, সূর্যের উদয়,
করবেই তোমার পদ চুম্বন।