গ্রীষ্মের খাঁ খাঁ উষ্ণ তাপে
ঘেমে শরীর সিদ্ধ,
বর্ষায় কালো মেঘের বৃষ্টিতে
ভিজে শরীর সুদ্ধ।
শরতে রোদের কড়া শাসনে
ঝরে হঠাৎ বৃষ্টি,
হেমন্তের আকাশে রোদের উঁকি
বাতাসে জমে দৃষ্টি।
শীতের আমেজে জুবুথুবু হয়ে
সকালে আগুন পোহাই,
বসন্তে নতুন প্রকৃতি দেখে
আবার মুগ্ধ হই।