গা অবশ করা হাওয়ায় জড়িয়ে ছুটছি
ঐ দূর পানে,
হাতছানি দেওয়া সৌন্দর্যে নেত্রের মায়ায়
প্রকৃতি যে টানে।

তখনো আকাশের গোলাপি চাঁদ আর তারারা
হারায়নি নীলিমায়,
ছুটতে ছুটতে দেখলাম, পুব আকাশে রেখা টেনে
লাল সূর্যের উদয়।

উচ্ছ্বসিত মনে ওদিক তাকাতে স্নিগ্ধ সকালের
পরশ বুলানো মায়ায়,
বিস্তৃত সবুজ বন-পাহাড় কাছে টানছে
কুয়াশায় ঢাকা ছায়ায়।

চলার পথের সীমানা শেষে নোটিশ টানানো—
সামনে যেতে মানা,
নির্জনে টানা এই পাহাড়ের ডাক না শুনে
কেন হব অচেনা?

রক্ষীরা তাই জাগার আগে আমি ছুঁতে চাইলে
আরও কাছে টানে,
যেতে যেতে যাই অরণ্যে, পাথুরে আর মাটির
টিলার পাদ গহীনে।

হারাই এই সবুজ মোড়ানো সোনালি কাঁথার
কত ফোঁড়ের প্যাঁচে,
ফোঁড় কেটে সুঁচের পথ খুঁজি আর আচল মিলাই
প্রাণ জুড়ানো ছাঁচে।