গোল গোল, আধা গোল
বা চিকন, এতো সূক্ষ্ম!
মাথার ওপর ওই চাঁদ
আকাশটা বেশ শ্লক্ষ্ম।
চাঁদ; গোল থাকে যখন
সারা রাত পূর্নিমার
আকাশে মানায় তখন
নয়ন মুগ্ধ আমার।
জ্যোৎস্নায় প্রাণ উচ্ছ্বাস
হৃদয় আমার নির্মল
মেঘের নিচে চাঁদ
কেন এতো উজল?
নতুন চাঁদ উঠে যখন
চিকন বেশ সুন্দর,
সামান্যটা দেখার জন্য
ব্যাকুল আমার অন্তর।
চাঁদ আবার কোথায় যায়
কে জানে স্বেচ্ছায়
পুরো শহর ঢাকা পড়ে
ঘুটঘুটে অমাবস্যায়।