কিংকর্তব্যবিমূঢ়!
কেন এত বিদ্বেষ আমার প্রতি
কি এক রূঢ় রহস্য!
এতে আমি শেষ হই যদি
তবুও আক্ষেপ থাকবে।
গাঢ় অন্ধকার ঠেলে উদ্ধার হব?
নাকি আমিই বিদ্বেষী?
তারা কি অন্বেষী আমার দোষে?
কত দোষ! দোষের অন্বেষ!
না, বিদ্বেষ!
কত দুরাশার দৌরাত্ম্যে দোদুল্যমান
আমি নিরবে নিঃসংকোচে নিস্তব্ধ।
আবদ্ধ, আমি অবাধ্য,
কার এত সাধ্য? দুঃসাধ্য
রহস্য উন্মোচন কি দুর্ভেদ্য কেল্লা?
অথচ হাস্যকর!