দূর আরবের মরুর বুকে
ছিল পৌত্তলিকতার ছোঁয়া,
হানাহানি, রেষারেষি, দ্বন্দ্ব-বিদ্বেষ
আর ঘরে ঘরে মূর্তিপূজার ধোঁয়া।
ঈসার পর আর আসেনা নবী,
সুপথ তাই হারিয়েছে লোকেরা,
আল্লাহকে স্মরণই করে না,
গায়রুল্লাহর পূজা করে কবিরা।
সেই অন্ধকার মূর্খতার যুগে–
কন্যাকে চাপায় জীবন্ত কবরে,
প্রাণের দাম বুঝে না তারা,
নিক্ষিপ্ত জাতি অজ্ঞতার গতরে।
এমনই যুগে কাবার পাশে,
মা আমেনার সুখের নিবাস,
আল্লাহর উপর ভরসা করেন,
উদরে তাঁর মুহাম্মাদের আভাস।
চারিদিকে ছেয়ে আছে অবাধ্যতা,
আল্লাহ তাঁকে পাঠালেন মর্তে,
মূর্খদের তাঁর স্মরণ দিলেন
নবী; অজ্ঞতার বিনা শর্তে।
নবীর আগমনে আরবই না,
জাহান পেয়েছিল ইসলামের শিক্ষা,
ঘর ছেড়ে তাই, নবীর পাশে
সাহাবীরা নিয়েছিল পূর্ণাঙ্গ দীক্ষা।
পরে তাঁদের উছিলায় দুনিয়ায়
ছড়িয়েছে খোদার ইসলাম,
নবীর তরীকায় পালন করি ধর্ম,
তোমাকে ভালোবাসি, হে নবী!
সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।