সত্যের পথকে করে অবরুদ্ধ,  
হতে পেরেছে কেউ আত্ম-সিদ্ধ?  
জীবসত্তার কঠোর টানে,  
অবাধ সমস্যার সমাধানে,  
প্রত্যাশাগুলো করতে হবে গোপন।  

সৎ আর সত্যনিষ্ঠার আবাদে,  
মানবসত্তার সাফল্যের সুবাদে,  
সফলতা হবে চির আপন।