তুমি বৃষ্টি, আমি মেঘ  
তুমি আলো, আমি আধার
তুমি মায়া, আমি ছায়া।  

তুমি কাজল, আমি ধূসর  
তুমি চাঁদ, আমি সূর্য  
তুমি কল্পনা, আমি বাস্তব।  

তুমি পৃথিবী, আমি মঙ্গল  
তুমি আমার চাওয়া—  
হবে কি তোমায় পাওয়া?