সুদখোর মহাজন
রাহেলা আক্তার
সুদখোর মহাজন ধলা চান মিয়া
সুদের টাকায় চলে ছেলে মেয়ে নিয়া।
গরিবের প্রয়োজনে মহাজন পাশে
জোক হয়ে রক্ত চুষে গরিবেরা ফাঁসে।
বীজ দেয় চাল দেয়, ধলা মহাজন
চড়া দামে সুদ নেয় ভুক্তভোগি গন।
দিন দিন মহাজন দিয়ে যায় ধোঁকা
অসহায় মানুষেরা হয়ে পড়ে বোকা ।
টাকা দিতে না পারায় বাড়ি ঘর ছাড়ে
একদিন মহাজন ভিটেমাটি কাড়ে।
দিনে দিনে মহাজন রোগে ভোগে মরে
ছেলে মেয়ে আছে যারা জমি ভোগ করে।
একমাত্র ছেলে কালা জমি বেঁচে খায়
মেয়েরাও ভাগ নেয় ভাগে যতো পায়।
জমি-জমা বেঁচে কালা সুদে টাকা দেয়
বাবার থেকেও বেশি কালা সুদ নেয়।
আপন পর বুঝে না টাকা বেশি বুঝে
রক্তের বাধন ছিড়ে টাকাটাই খুঁজে।
সুদ নিয়ে ইসলাম দিয়েছে সতর্ক।
কালা-ধলা সুদ বুঝে, মানে না সম্পর্ক।