ভালো থাকা ভালো চাকরি, তিলোত্তমা শহর
গাঁয়ের মানুষ দেখতে আসে সুখের স্বপ্ন প্রহর।
চোখের সামনে ভাসে শুধু রঙ্গিন স্বপ্নের গল্প
মনে জাগে কতোইনা সুখ স্বপ্নাতুর কল্প।
নীতি কথার ইতি টেনে, চলতে পারে যারা
যাদের মিথ্যের ছলছাতুরী বড় কেবল তারা।
রাতারাতি ধনী হয় যে, ধরে মামা কাকা
বড় হওয়ার পথটি তাদের বেঁচে নেয় যে বাঁকা।
পাহাড় সমান উঁচু হয় যে, ধনীর  গাড়ি বাড়ি
স্বপ্ন দেখে কবে দেবে ঐ আকাশে পাড়ি।
নিয়ম নীতির পথটি ধরে, জীবন চালায় যারা
সত্যটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকে তারা।
সত্যের পথে চলে যারা হয়না স্বপ্ন পূরণ
বাস্তবতার কষাঘাতে পিষ্ট তাদের  জীবন।