সোনার বাংলা গড়তে হলে
সোনার মানুষ চাই
এমন সোনার মানুষ বলো
কোথায় গেলে পাই?
দেশকে স্বাধীন করলো যারা
ভেবেছিলো এই
দেশের মানুষ থাকবে সুখে
মোদের আত্ম ত্যাগেই!
মুক্তিকামীর মুক্তির স্বপ্ন
পূরণ হলো কই
দুঃশাসনের আযাব মাথায়
মরে বেঁচে রই!
সেদিন ছিলো ভিনদেশীরা
এখন কারা করে
সম্ভ্রম হারা মা-বোনেরা
ধুকে ধুকে মরে!
স্বাধীনতার পঞ্চাশ বছর
স্বাধীন হলাম কই
ধর্ষিতা বোন পায় না বিচার
শোকের পাথর বই!