প্রবাস মানে অতীত দিনেরই স্মৃতি
প্রবাস মানে সুখের সেই স্বপ্ন প্রীতি।
প্রবাস মানে স্বেচ্ছায় যায় নির্বাসন
প্রবাস মানে দুখের সেই বৃন্দাবন।
প্রবাস মানে কঠোর শ্রম সুখ কল্প
প্রবাস ব্যথার এক অসমাপ্ত গল্প।
প্রবাস মানে বাবার অবসর নেয়া
প্রবাস মানে মায়ের দুঃখ মুছে দেয়া ।
প্রবাস ভাই বোনের ভবিষ্যত গড়ে
প্রবাসে নিজ রঙিন স্বপ্ন যায় ঝরে।
প্রবাস স্ত্রী সন্তানের চাহিদা পূরণ
প্রবাস নিজের সুখ সখ বিসর্জন।
পরিবারের সুখই প্রবাসির সুখ
অনেকে এসে দেখে না মা-বাবার মুখ।
প্রবাস মানেই মুখে হাসি চোখে জল
প্রবাস মানেই বুকে ব্যথা অবিরল।
প্রবাস মানেই যেন একাকিত্বের যন্ত্রণা
প্রবাস মনের দুঃখ কেউ তো বুঝে না ।
প্রবাসে নেই কারোর শান্তি, স্বাধীনতা
শ্রমের শৃঙ্খল বেড়ি স্বেচ্ছা অধীনতা।
কারো স্বপ্ন পূরণ, কারো পুড়ে ছাই
টাকা ছাড়া প্রবাসির কোনো মূল্য নাই।
পরিবারের জন্যই ঝরে কতো ঘাম
আবেগ মায়া মমতা নেই কোনো দাম ।
প্রবাস মানে কষ্টের সে ফেরিওয়ালা
যে সুখ কুড়াতে গিয়ে গাঁথে দুঃখমালা।
অবৈধদের জমাট কষ্টের পাহাড়
নির্ঘুম রাত তাদের অতৃপ্ত আহার।
কারো বা ঋণের বোঝা বাড়ে টেনশন
কারো দীর্ঘশ্বাসে কাটে প্রবাস জীবন ।
সুখের সন্ধানে হয় যৌবন বিলীন
নিঃসঙ্গতায় কাটায় পরিবার হীন।
প্রবাসিরা সুখি খুব অপ্রবাসিরা বলে
ঈদের দিনেও ভিজে চোখেরই জলে ।
প্রবাসিরা সুখি হয় পরিবার গুণে
পরিবার চলে যদি তার কথা শুনে।
বিপদে আছে প্রবাসি মরণ থাবায়
প্রবাসে অনেকে তার প্রাণ যে হারায়।
প্রবাস মানে সুখের স্বপ্ন জাল বুনা
প্রবাস মানে বাড়ির পথে দিন গোনা ।
এতিমের মতো তারা দিন করে পার
অবশেষে জীবনের সাথে মানে হার।
(প্রবাস মানে, এই কবিতাটি আমি সকল প্রবাসি ভাই বোনদের উৎসর্গ করলাম।)